জল বাঁচান জীবন বাঁচান ,ডেঙ্গু নিধন ও স্বচ্ছতা অভিযানে কন্যাশ্রী মেয়েরা

মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, পিপলা উচ্চ বিদ্যালয় ও কিরণ বালা বালিকা বিদ্যাশ্রমের কন্যাশ্রী মেয়েদের নিয়ে বৃহস্পতিবার বিকালে পালিত হল জল বাঁচাও জীবন বাঁচান, ডেঙ্গুনিধন কর্মসূচি, স্বচ্ছতা অভিযান ও জল ধরো জল ভোর অভিযান ।

    “জল বাঁচান জীবন বাঁচান ” এই শ্লোগানকে সামনে রেখে পথ পরিক্রমা করলেন শতাধিক কন্যাশ্রী”

    এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু, যুগ্মসমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী,ব্লকের সমস্ত সরকারি আধিকারিক ও হরিশ্চন্দ্রপুর জিপির প্রধান সহ কন্যাশ্রী মেয়েরা এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনের আধিকারিকরা।

    এদিন হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের চারিদিকে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ পরিবেশের জন্য ব্লকের চারপাশে কীটপতঙ্গ ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন আধিকারীকরা।তারপর ব্লক তথ্য কেন্দ্র থেকে হরিশ্চন্দ্রপুর সহিদ মোড় পর্যন্ত পদযাত্রা করে এলাকার মানুষদের স্বচ্ছতা কর্মসূচির পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতন করেন আধিকারীকগন।

    হরিশ্চন্দ্রপুর – ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু বলেন ‘বর্ষার সময় বিভিন্ন স্থানে জমে থাকা জলের মধ্যে ডেঙ্গু মশার বংশ বৃদ্ধি হয়। যাতে করে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য সচেতনতা করা আমাদের এই কর্মসূচি।আগামী ২৮ জুলাই পর্যন্ত সমগ্র ব্লকে ডেঙ্গু নিশ্চিহ্ন করতে এমন কর্সূচি লাগাতর ভাবে চলবে।’

    হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের এক আধিকারিক সাইদুল ইসলাম বলেন,” হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন আধিকারীকরা যে ভাবে স্বঃতষ্ফুর্ত ভাবে উদ্যোগ নিয়ে ডেঙ্গুনিধন, জল বাঁচান জীবন বাঁচান এবং স্বচ্ছতা আভিযান কর্মসূচি শুরু করে হরিশ্চন্দ্রপুর- ১ ব্লকের সাধারণ নাগরিকদের কাছে বার্তা পৌঁছে দিলেন তাতে করে হরিশ্চন্দ্রপুর ব্লকে আগামী দিনে ডেঙ্গু নির্মল হতে বাধ্য’।