ভিডিও কনফারেন্স রুমের উদ্ভোধন সিউড়ী কোর্টে

ভিডিও কনফারেন্স রুমের উদ্ভোধন সিউড়ী কোর্টে জাতীয় ও রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশ মতো বীরভূমের সিউড়ী আদালতের বীরভূম জেলা পরিষেবা কতৃপক্ষের বিকল্প বিবাদ নিষ্পত্তিকেন্দ্রে আনুষ্ঠানিক সূচনা করা হলো ভিডিও কনফারেন্স রুমের। এদিন এই কনফারেন্স রুমের উদ্ভোধন করেন মহামান্য জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান শুভ্রজিৎ বসু। উপস্হিত ছিলেন আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব- বিচারক দেবজ্যোতি মুর্খাজী সহ অনান্য বিচারকগণ। উল্লেখ্য, দেশের সসর্বোচ্চ আদালত দেশের সব জেলা আদালতে এই ভিডিও কনফারেন্স রুম প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। এই ভিডিও কনফারেন্স রুমের কতৃপক্ষের অনলাইন মিটিং এবং অনান্য ভার্চুয়াল সংক্রান্ত কাজ সহ শিশু সাক্ষ্যীর বয়ার রেকর্ড করা হবে।ভিডিও কনফারেন্স রুমের উদ্ভোধন সিউড়ী কোর্টে জাতীয় ও রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের নির্দেশ মতো বীরভূমের সিউড়ী আদালতের বীরভূম জেলা পরিষেবা কতৃপক্ষের বিকল্প বিবাদ নিষ্পত্তিকেন্দ্রে আনুষ্ঠানিক সূচনা করা হলো ভিডিও কনফারেন্স রুমের। এদিন এই কনফারেন্স রুমের উদ্ভোধন করেন মহামান্য জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান শুভ্রজিৎ বসু। উপস্হিত ছিলেন আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব- বিচারক দেবজ্যোতি মুর্খাজী সহ অনান্য বিচারকগণ। উল্লেখ্য, দেশের সসর্বোচ্চ আদালত দেশের সব জেলা আদালতে এই ভিডিও কনফারেন্স রুম প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। এই ভিডিও কনফারেন্স রুমের কতৃপক্ষের অনলাইন মিটিং এবং অনান্য ভার্চুয়াল সংক্রান্ত কাজ সহ শিশু সাক্ষ্যীর বয়ার রেকর্ড করা হবে।