১৯তম এশিয়ান গেমসে প্রথম পদক পেলো ভারত

নিউজ ডেস্ক: রবিবার সকাল সুখবর নিয়ে এলো ভারতবাসীদের জন্য। ১৯তম এশিয়ান গেমসে প্রথম পদক পেলো ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে রুপো জিতলেন ভারতের রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। এই জয়ের ফলে এয়ার রাইফেলের ব্যক্তিতগত বিভাগের ফাইনালেও যোগ্যাতা অর্জন করেছেন রমিতা ও মেহুলি।

     

    স্কোর সম্বন্ধে জানা গিয়েছে, ১৮৮৬ স্কোর করে রূপো পেয়েছে ভারতের মেয়েরা। চিনের মেয়েরা ১৮৯৬.৬ স্কোর করে সোনা জিতেছে ও মঙ্গোলিয়া ১৮৮০ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে। ৬৩১.৯ স্কোর করে রমিতা ও ৬৩০.৮ স্কোর করে মেহুলি। রমিতা শেষ করেন দ্বিতীয় স্থানে ও মেহুলি পঞ্চম স্থানে।

     

    এখানেই শেষ নয়। শ্যুটিংয়ের পর এদিন সকালেই হানঝাউয়ে আয়োজিত এশিয়ান গেমস থেকে দ্বিতীয় পদকটি তুলে নেয় ভারত। মেহুলিদের পর এবার রোয়িংয়ে রূপো জিতল ভারত। পুরুষদের লাইটওয়েট মেনস ডাবল স্কালস থেকে ভারতের হয়ে রূপো জিতলেন অর্জুন জাট লাল এবং অরবিন্দ সিং। এই ইভেন্টেও সোনা গেলো আয়োজক দেশ চিনের ঝুলিতে।

     

    চারটি পদকের পাশাপাশি ক্রিকেটেও একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেলেন স্মৃতি মন্ধানারা। এদিন বাংলাদেশকে মাত্র ৫১ রানে অল-আউট করে দেন ভারতীয় বোলাররা। ৫২ রানের সেই টার্গেট ভারত পূরণ করে ফেলে মাত্র ৮.২ ওভারেই। ২৭ সেপ্টেম্বর ফাইনালে সোনাজয়ের লক্ষ্যে নামছে ভারতীয় ক্রিকেট দল।

     

    উল্লেখ্য, গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। আজ এশিয়াডের প্রথম দিন। চার বছর আগে ৭০টি পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করেছিল ভারত। ১৯৫১ থেকে এখনও পর্যন্ত এটাই ভারতের সেরা পদক জয়। এবার লক্ষ্য ১০০। এবার ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কুস্তি, বক্সিংয়ে অ্যাথলিটদের দিকে তাকিয়ে দেশবাসী। তবে এবার চমক ক্রিকেট। মেয়েরা ইতিমধ্যেই সেমিফাইনালে উঠছে। দু দিন পর অভিযান শুরু করবেন রিঙ্কু সিংরা। তবে প্যারিস অলিম্পিকের আগে হকি সবচেয়ে বড় আশার জায়গা ভারতের। ছেলেদের হকিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।