সরকারি প্রকল্পে মাধ্যমে পরিস্কার হবে গলসি বাজার

আজিজুর রহমান,গলসি : গলসির বাজার পরিস্কার রাখতে ও পঞ্চায়েতের এসডাবলুএম SWM প্রোজেক্টকে বাস্তবায়িত করতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল গলসি গ্রাম পঞ্চায়েত ও গলসি ২ পঞ্চায়েত সমিতি। এদিন গলসী ট্রেডার্স অ্যাসোসিয়েসনকে সাথে নিয়ে ওই বৈঠক করা হয়। জানতে পারা গেছে, গলসিতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে প্লাস্টিকের বোতল। যা নালায় পরে নিকাশি ব্যবস্থা নষ্ট করছে। তাছাড়াও বাজারে মাছপটি, ফলপটি ও সবজি পটিতে ফেলা বজ্য বাজারে যত্রতত্র পরে থাকছে। ফলে বাজারের স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট হচ্ছে। পঞ্চায়েতের এই প্রোজেক্টের ফলে দারুন উপকৃত হবেন বলে ধারনা স্থানীয় ব্যবসায়ীদের।

    এদিকে পঞ্চায়েত অধিনস্থ গ্রামগুলিতে যত্রতত্র ফেলা হয় বিভিন্ন বজ্য পদার্থ। তবে সমস্যা সৃষ্টি করা সকল বজ্য পদার্থকে এবার সলিট ওয়েস্টেড ম্যানেজমেন্ট প্রোজেক্টে ব্যবহার করবে পঞ্চায়েত। যার ফলে এলাকার পরিবেশ দুষন মুক্ত হবে বলেই ধারনা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির। বিষয়টি নিয়ে গলসি ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধক্ষ্য সুজন মন্ডল জানিয়েছেন, ইতিমধ্যেই ওই প্রোজেক্ট তৈরীর জন্য জায়গা ঠিক করা হয়েছে। তাছাড়াও বরাদ্দ হয়েছে অর্থ। ওই কাজে বাজারে দুতিনটি জায়গায় ভ্যাট করা হবে। তাছাড়াও বাড়ি বাড়ি দেওয়া হবে দুটি করে আবর্জনা ফেলার বালতি। ব্যবসায়ী ও সাধারন মানুষ পচনশীল ও অপচনশীল বজ্য দুটি নিদৃষ্ট জায়গায় ফেলবে। সেখান থেকে দুটি বজ্য হাইডলিক টোটো করে পৃথক ভাবে এনে প্রোজেক্টে ব্যবহার করা হবে। পচনশীল বজ্যকে সারে রুপান্ত‌রিত করে কৃষিকাজে ব্যবহার করা হবে। বকি অপচশীল বজ্য যেমন প্লাসিক, লোহা, অ্যালুমিনিয়াম এগুলিকে পৃথক ভাবে বাছাই করে পুনরায় ব্যবহারের জায়গায় পাঠানো হবে। ফলে এলাকা পরিস্কার হবে রোগজীবাণুর উপদ্রব কমবে ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তার দাবী, সবাই সচেতন হলে তবেই এই প্রকল্প সফল হবে। তাই তাদের সাথে সাথে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে।