|
---|
সেখ মহম্মদ ইমরান: দেশ জুড়ে পালিত হচ্ছে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে। প্রতি বছর ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ১৯৪৯ সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে চিহ্নিত করে। ভারতের সংবিধান দিবস উদযাপন করলো নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় কেশপুর ব্লকের মনতা ডিজিটাল ক্লাব।
এদিন সংবিধানের প্রস্তাবনা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংবিধান নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন ক্লাবের কর্মকর্তা আবুল কালাম সাজ্জাদ ও শিক্ষক স্নেহাসিস চৌধুরী। সংবিধান নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবের সম্পাদক সেখ সারেফুল ইসলাম ক্লাবের আগামী দিনের পরিকল্পনা ঘোষণা করেন। এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ভাস্কর চৌধুরী।
উপস্থিত ছিলেন সমাজসেবী চিত্ত গড়াই, সমাজসেবী সমাপ্তি রায়, শিক্ষক স্নেহাসিস চৌধুরী, শিক্ষক সেখ মহম্মদ ইমরান, সমাজসেবী সেখ জাহাঙ্গীর আলম, স্বরচিত গায়ক মধুসূদন দণ্ডপাঠ, ইউনুস আলী, মিসবাউল আলী, ক্লাবের সম্পাদক শেখ সারেফুল, সভাপতি সেখ আবু তালেব। সভাপতি সেখ আবু তালেব সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুললিত ও সুচারু ভাবে সঞ্চালনা করেন ক্লাবের ডিরেক্টর শিক্ষক সেখ নিজামুদ্দিন বকতিহার।