|
---|
নিজস্ব সংবাদদাতা: পৃথিবীতে প্রথম সূর্যোদয় হয় জাপানে, তারপর গোটা বিশ্ব আলোকিত হয়। ঠিক সেইরকমই ভারতের প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে অরুণাচল প্রদেশের ডং গ্রাম। নামের সাথে সাথে গ্রামটাও খুবই ছোট। তবে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম, প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে গোটা গ্রামকে। ভারত চীন মায়ানমার বর্ডারে অবস্থিত এই গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১০০০ মিটারের কিছু উপরে।
অরুণাচল প্রদেশের ডং গ্রাম ভারতের মধ্যে প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে। সূর্যোদয় দেখতে প্রচুর মানুষ ভিড় জমান এই গ্রামে। সূর্যোদয়ের অপরূপ দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এই দৃশ্য অনুভব করার জন্য ছুটে চলে আসেন। প্রতিদিন বিকেল ভোর পাঁচটার আগে সূর্যোদয় হয়, আবার সূর্যাস্ত হয় বিকেল পাঁচটার আগে। তবে মৌসুম অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সীমার পরিবর্তন হয়ে থাকে। ভারতের মধ্যে এই গ্রামে যে প্রথম সূর্যোদয় হয় এটা অনেকে জানতেন না, ১৯৯৯ সাল থেকে গোটা বিষয় সামনে আসে। তাই প্রচুর মানুষ দূর-দূরান্ত থেকে অপরূপ সূর্যোদয়ের দৃশ্য দেখতে ছুটে চলে যান ওই গ্রামে। খালি সূর্যোদয়ের দৃশ্য নয় গোটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য ভুবন মোহিনী, প্রকৃতির জন্য নিজের আঙ্গিকে গোটা গ্রামকে সাজিয়েছে।