|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি হলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুঁই।২০২১ বিধানসভা নির্বাচনের আগে তিনি জেলা যুব সভাপতির দায়িত্ত্ব সামলেছেন। দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন জেলার যুব সংগঠনের কর্মীদের। তাই সংগঠন চালানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। এছাড়া চাপদানি বিধানসভা কেন্দ্র প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই হারিয়েছেন হেভিওয়েট কংগ্রেস প্রার্থীকে। সোমবার সকালে নাম ঘোষনা হওয়ার পর থেকেই শেওড়াফুলি চাতরা এলাকায় অরিন্দম বাবুর বাড়িতে উপচে পরে কর্মীদের ভিড়। সকলেই শুভেচ্ছা জানান তাঁদের নতুন সভাপতিকে।এদিন চাঁপদানীর বিধায়ক বলেন, দল দায়িত্ব দিয়েছে। অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পার্থ চ্যাটার্জির গ্রেপ্তার হওয়া বা দূর্নীতি ইত্যাদি সংগঠনের কোনও প্রভাব ফেলবে না। কারণ মানুষের মধ্যে সেই অনাস্থাটা নেই। মানুষ জানে সততার প্রতিক মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষ তার উপরই ভরসা রাখে। সামনে কঠিন কাজ। নবীন প্রবীণ সকলকে একত্রিত করে কাজ করতে হবে। কাজ করতে হবে মানুষের জন্য। সামনেই পঞ্চায়েত ভোট। গত বিধানসভা নির্বাচন এবং পুরসভার ভোটের অভিজ্ঞতা এবারে কাজে লাগবে।
নতুন সভাপতিকে সাদরে আহ্বান জানিয়েছেন সদ্য প্রাক্তন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেছেন, অরিন্দম ভালো ছেলে বিধায়ক আছে যুব সভাপতি হিসাবে কাজ করেছে ওর অভিজ্ঞতা আছে সবাইকে নিয়ে চলার। তাছাড়া জেলায় অনেক সিনিয়ার লিডার রয়েছেন। প্রাক্তন জেলা সভাপতিরাও আছেন। তাঁরা সকলে পরামর্শ দেবেন। কোনও অসুবিধে হবে না। কয়েক কোটি মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয়েছে। সকলের মত তিনিও দলের হয়ে কাজ করবেন। দলের সিদ্ধান্তই তাঁর কাছে শেষ কথা। তাই দল য দায়িত্ত্ব দেবে তিনি মাথা পেতে নেবেন।