|
---|
আজিম শেখ,বীরভূম: বীরভূম জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান সৈয়দ কাসাফদ্দোজা র নেতৃত্বে আজ ৩১.১০.২০১৯ নলহাটি তে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী পালন, ইন্দিরা গান্ধির মূর্তিতে মাল্যদান, NRC র প্রতিবাদে মিছিল, ও সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শুভ বিজয়া ও দীপাবলি র শুভেচ্ছা সম্মেলন করা হলো। অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন পঃ বঃ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান বিধায়ক মিলটন রসিদ ( প্রধান অতিথি), অনুষ্ঠানের সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা চেয়ারম্যান বীরভূম জেলা কিষান কংগ্রেস কমিটি, intuc জেলা সভাপতি মৃনালকান্তি বোস, রাজ্য কিষান কংগ্রেস সম্পাদক সৈয়দ সিরাজ আলি, রাজ্য যুব কংগ্রেস সাধারণ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলী, জেলা কিষান কংগ্রেস ভাইস চেয়ারম্যান নাসিরুল সেখ, জেলা যুব কংগ্রেস সহ সভাপতি সানি সিনহা, নলহাটি-১ নং ব্লক কংগ্রেস সভাপতি মুরশালিম সেখ, নলহাটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ প্রসাদ ( বাবু দা), জেলা কংগ্রেস কমিটি র সদস্য বদিউজ্জামান সাহেব, রামপুরহাট শহর intuc সভাপতি শাহাজাদা হোসেন কিনু, জেলার বিভিন্ন ব্লকের কিষান কংগ্রেস চেয়ারম্যানগন এবং সাধারণ কৃষক ও কংগ্রেস কর্মী সমর্থকগন। উপস্থিত সকল সাথীকে অশেষ ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় আজকের অনুষ্ঠানগুলি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।