আই পি পি বি” ক্যাম্প পোস্ট অফিস ক্যাম্পাসে

নিজস্ব সংবাদদাতা(ইন্দাস)–বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সোমসার গ্রামে অবস্থিত ব্রাঞ্চ পোস্ট অফিস প্রাঙ্গণে আজ ১৭মার্চ সকাল ১০টা থেকে আই পি পি বি ক্যাম্প এর মাধ্যমে “ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক” এ অ্যাকাউন্ট খোলার কাজ শুরু হয়।সকাল থেকেই এলাকার লোকজন অ্যাকাউন্ট খোলার জন্য জমায়েত হতে থাকে।পূর্ব বর্ধমান জেলার অধীনে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।পূর্ব বর্ধমান জেলার ডিভিশনাল ডিপার্টমেন্টাল অফিস থেকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ এই কাজে নিযুক্তছিলেন।
সোমসার শাখা অফিসের পোস্ট মাস্টার তাপস রায় জানান যে,আধার কার্ড সংযুক্তি ও কমপক্ষে ১শত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে।এ ই পি এস(আধার এনাবেল্ড পেমেন্টস সিস্টেম) এর মাধ্যমে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা আছে।ইহা ব্যতীত বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ সুবিধাও মিলবে।মূলত ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে। নারী ও পুরুষ সহ প্রায় ৫শত মানুষ অ্যাকাউন্ট খোলেন।স্থানীয় মানুষের মধ্যে দেখা যায় বেশ উৎসাহ ও উদ্দীপনা।