ভোটের মুখে বড় ভাঙন আব্বাস সিদ্দিকীর দলে, তৃণমূলে যোগ দিলেন ISF-এর সহ সভাপতি সহ আরও দুই নেতৃত্ব

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : বাংলায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রথম দফার ভোট । বাকি আরও ৭ দফা । এরই মধ্যে বড় ভাঙন আব্বাস সিদ্দিকীর দলে । সোমবার অর্থাৎ আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাজী মহম্মদ কওসার আলি মল্লিক এবং কেন্দ্রীয় কমিটির দুই সদস্য আব্দুল করিম মেনন ও আব্দুল মেহবুদ । তৃণমূল ভবনে উপস্থিত হয়ে আজ ফিরহাদ হাকিমের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নেন আইএসএফ-ত্যাগী কওসার, মেনন, মেহবুদ । শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কওসার সাহেব বলেন, ‘ বাংলায় বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই । বিজেপিকে আটকানোর ক্ষমতা অন্য কোনো দলের নেই । তাই আমি তৃণমূলে যোগদান করেছি ।’

     

    আব্বাস সিদ্দিকীর দল ছাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ আইএমএফ আত্মসমর্পণ করেছে সিপিএমের কাছে । যে সিপিএমের কাছে একদা আমরা অত্যাচারিত ছিলাম । সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে দলের শাসনকালে এরাজ্যে সংখ্যালঘুরা সবচেয়ে পিছিয়ে পড়েছে । আব্বাস সিদ্দিকী সেই দলের কাছেই আত্মসমর্পণ করেছে । তাই আর আইএসএফে থাকা সম্ভব নয় ।’ উল্লেখ্য হাজী মহম্মদ কওসার আলি মল্লিক কেবল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি-ই ছিলেন না । সহ সভাপতির পাশাপাশি তিনি ছিলেন উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার পর্যবেক্ষকও । ভোটের মুখে একসাথে তিন পদাধিকারীর দলত্যাগ নিঃসন্দেহে আব্বাস সিদ্দিকীর দলে বড় ধাক্কা ; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।