|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গোরক্ষপুর মঠের বাইরে পুলিশের উপর হামলায় মূল অভিযুক্ত আহমেদ মুরতাজা আব্বাসির আইসিস যোগ!
মুরতাজার ল্যাপটপ, মোবাইলে একাধিক আইসিস জেহাদিদের নাশকতার ভিডিও পাওয়া গিয়েছে, এমনটাই জানালো পুলিশ সূত্র। তিনি আরো জানান মুরতাজা ভারতে নিষিদ্ধ ধর্মপ্রচারক জাকির নায়েকের অনুগামী।
উল্লেখ্য, ঘটনাটি ঘটে রবিবার রাতে। গোরক্ষপুরে গোরক্ষনাথ মঠের বাইরে ‘আল্লা হু আকবর’ ধ্বনি তুলে পুলিশ কর্মীদের উপর হামলা চালায় এক যুবক। ধারালো অস্ত্রের কোপে জখম হন দুই পুলিশ কর্মী। এই মঠের প্রধান পুরোহিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু হামলার সময় সেই মঠে ছিলেন না তিনি।