|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: চলতি বিধিনিষেধের সময়কাল শেষ না হতেই নতুন লকডাউন ঘোষণা হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্রে, গতকয়েক মাস আগে হাওড়া জেলার জগৎবল্লভপুর এলাকায় ব্যাপকহারে কোরোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে, কোরোনাক্রান্ত হয় বহু মানুষ। ঠিক সে সময়েই পঞ্চায়েত সমিতির সদস্যা অর্পিতা সিট নন্দ এর উদ্যোগে এবং নবনির্বাচিত বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষের সহযোগিতায় চালু করা হয় কোভিড হেল্প ডেক্স! বিনামূল্যে দিবারাত্রি পরিষেবা দেওয়া এলাকায় মানুষদের, যার ফলে অনেকটা নিয়ন্ত্রণে আসে এই মারন রোগ। কোভিড-19। এই মহামারি সাথে সাথে সারা ভারত যখন অক্সিজেনের ঘাটতি নিয়ে চিন্তিত তখন কেভিড হেল্প ডেস্কের সজল সামন্তের নেতৃত্বে একটি টিম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয় অক্সিজেন। ফলত এই রোগের সাথে লড়াই করতে খুব একটা বেগ পেতে হয়নি জগৎবল্লভপুরবাসিকে।
কিন্তু এই মহামারির হাত থেকে অনেকটা রেহাই পেলেও বিগত কয়েক দিনে পুনরায় তা আবার প্রকট ধারণ করেছে। জেলাশাসক দপ্তর থেকে জগৎবল্লভপুরের ২ টি এলাকাকে বর্তমানে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকাতেও পুনরায় বেশ কিছু করোনা পজিটিভ বর্তমানে রয়েছে। তাই সকলকে কোভিডবিধি মেনে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এলাকার বিডিও থেকে। পুনরায় এই কোরোনা রোগির সংখ্যা বৃদ্ধির কারনে জে.বি. পুর. ব্লক ব্লক ডেভলপমেন্ট আধিকারি আগামী কয়েক দিন স্থানীয় বাজার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যথাক্রমে আগামী সোমবার ২৮.০৬.২০২১, বুধবার ৩০.০৬.২০২১, শুক্রবার ০২.০৭.২০২১, রবিবার ০৪.০৭.২০২১ সম্পূর্ণ রুপে বন্ধ থাকছে মুন্সিরহাটসহ জগৎবল্লভপুর কেন্দ্রে সমস্ত বাজারহাট ও দোকান। তবে এই নিষেধাজ্ঞা জারি থেকে মুক্ত থাকছে অপরিহার্য সামগ্রীর দোকান যথা, ওষুধের দোকান, দুধের দোকান ও শিশুখাদ্য সামগ্রী বিক্রেতারা।