|
---|
খান আরশাদ,বীরভূম – বীরভূমের রাজনগরের বারোমাসিয়া গ্রামে অবৈধ মদ উদ্ধার করল রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার অন্তর্গত বারোমাসিয়া গ্রামে এক ব্যক্তি অবৈধ মদের কারবার করছেন। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্র রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্তের নির্দেশে বারোমাসিয়া গ্রামে আচমকায় হানা দেয় রাজনগর থানার পুলিশ। পুলিশ বারোমাসিয়া গ্রামে হানা দিয়ে বেশ কয়েক জেরিক্যান ও টিন ভর্তি অবৈধ মদ উদ্ধার করে। ঘটনায় শ্রীচরণ বাস্কি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজনগর থানার পুলিশ।