|
---|
নতুন গতি মালদা, ৩ আগষ্ট : গোপন সূত্রে খবর পেয়ে এক লক্ষ টাকার জাল নোটসহ উত্তর প্রদেশের এক বাসিন্দা সহ মোট ২ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, মহঃ মাকসুদ(৩০)। বাড়ি উত্তর প্রদেশের রামপুর জেলা। ও সাবিরউদ্দিন সেখ(২৮)। বাড়ি কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেবাজার থানার পুলিশ মালদা শহরের কানিমোর এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই ২ হাজার টাকার নোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক এলাকা থেকে নোটগুলি কারও কাছ থেকে সংগ্রহ করে হয়তো উত্তরপ্রদেশে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। এদিন রাতে হয়তো কোন ট্রেন ধরে তারা উত্তর প্রদেশের পারি দিত। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার গভীর রাতে মালদা শহরের কানিমোর এলাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শনিবার জেলা আদালতে তোলা হবে।