|
---|
নিজস্ব সংবাদদাতা:পোকা আতঙ্কে ভুগছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকেই নাইরেবি মাছির আক্রমনে আক্রান্ত মানুষের খবর পাওয়া গেছে। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের প্রায় দশজন ছাত্রের শরীরে এই পোকার আক্রমনের চিহ্ন পাওয়া গেছে। জলপাইগুড়ির হাকিমপাড়া,কলেজপাড়া এবং পান্ডাপাড়াতে এই পোকার দেখা পাওয়া গেছে। এই পর্যন্ত জলপাইগুড়িতে এই পোকার আক্রমনে প্রায় তিনশো জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। ডাক্তারেরা জানিয়েছেন আপাতত এই পোকার হাত থেকে রক্ষা পাবার জন্য ফিনাইল এবং জীবানুনাষক ওষুধই যথেষ্ট,তবুও মানুষ এই পোকার কারনে চুড়ান্ত আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছেন। জলপাইগুড়ি হাসপাতালে এদিন কুড়ি জন আক্রান্ত মানুষ আসেন পোকার আক্রমনে অসুস্থ হবার কারনে। শুধুমাত্র শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি নয় এই পোকার আক্রমনে অতিষ্ঠ গোটা উত্তরবঙ্গের মানুষও।তবে মালদা কিংবা দক্ষিনবঙ্গে এই নাইরেবি মাছির দ্বারা আক্রান্ত মানুষের খবর পাওয়া যায় নি বলে খবর পাওয়া গেছে।