|
---|
সেখ সামসুদ্দি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিকের উদ্যোগে করোনা ও আমফানের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলিম সম্প্রদায় যাতে খুশি মনে ঈদ পালন করতে পারে সেইজন্য ব্লকের ১৩ টি অঞ্চলের প্রায় ২০০০ মানুষের হাতে সিমুই, পিঁয়াজ, রসুন, তেল, মশলা, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্বের হাতে এই প্যাকেট তুলে দেওয়া হয়। ১৪টি গাড়ি করে এই প্যাকেট নির্দিষ্ট অঞ্চলে পৌঁছে দেওয়া হবে বলে জানান। অঞ্চল নেতৃত্ব সেই প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেবে বলে জানান সভাপতি মেহমুদ খান।