জামালপুরের শুড়ে কানলায় বাসন্তী উৎসবের শুভ সূচনা হয়

সেখ শামসুদ্দিন : ৭ এপ্রিল, পূর্ব বর্ধমানের জামালপুরের শুড়ে কানলায় বান্ধব সম্মিলনীর উদ্যোগে বাসন্তী পূজাকে কেন্দ্র করে বাসন্তী উৎসবের শুভ সূচনা হয় আজ। এই বাসন্তী উৎসবে একই মন্দিরে একসঙ্গে বাসন্তী দেবী, অন্নপূর্ণা এবং রাম নবমীর পূজা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং, জামালপুরের জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, জামালপুর ২ পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান ও বান্ধব সম্মিলনী ক্লাবের সভাপতি শুভেন্দু ভট্টাচার্য‍্য, সম্পাদক সুশান্ত দে সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সুপ্রভাত বাবু বলেন এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোয় বান্ধব সম্মিলনী ক্লাবকে ধন্যবাদ জানান। মেহেমুদ খান তার বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা যেমন একাধারে মা বাসন্তী পুজো করবো তাকে ডাকবো ঠিক তেমনভাবে আমাদের বাড়িতে যে মা আছেন বাবা আছেন তাদের জন্য সমানভাবে খেয়াল রাখি। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই মঞ্চেই বৈতালিক স্মরণিকা নামে একটি পত্রিকা প্রকাশ করা হয় যার এটি দ্বিতীয় বর্ষ।