জামুড়িয়ায় কিষাণ ক্ষেত-মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার বাহাদুর পুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সম্মেলন । সম্মেলনে জেলা কিষাণ ক্ষেত-মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ব্রত বৈদ্য হ্যাপী বলেন, কৃষক মজদুর দের পরিশ্রমেই দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, ক্ষেতে কৃষকদের পরিশ্রমের ফলেই আমরা ঘরে বসে ফসল শাক সবজি পেয়ে আসছি । তাঁর মতে, এরপরও কৃষক দারিদ্রের মধ্যেই পড়ে আছে। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য আগামী ১২ জুন কিষাণ ক্ষেত-মজদুরদের স্বার্থে পানাগড়ের কাঁকশায় জেলা সম্মেলন সফল করার আবেদন জানান।

    সম্মেলনে ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি লাল্টু কাজী উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মা-মাটি-মানুষের সরকার কিষাণ ক্ষেত-মজদুর দের জন্য নিরলস কাজ করে চলেছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষি নীতি নিয়ে চলছেন তা দেশের কাছে একটা মডেল। তিনি কাঁকশার সম্মেলনকে ঐতিহাসিক সমাবেশ করার আহ্বান জানান । সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চানন রুইদাস, রাজু মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সোমনাথ বন্দ্যোপাধ্যায়ভ, পলি বাগচি, প্রীতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ । সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ব্লক সভাপতি লাল্টু কাজী ।

    এখানে উল্লেখ করা যেতে পারে যে, আসানসোল লোকসভার উপ নির্বাচনে বলিউড স্টার শত্রুঘ্ন সিনহা তিন লক্ষাধিক ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকায় বিরোধী সংগঠন বলে কিছু অবশিষ্ট নেই। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন গুলিও জোরদার হয়ে উঠেছে । পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এমন পরিস্থিতি দলীয় কর্মী সমর্থকদের অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে বলে জেলার রাজনৈতিক মহলের ধারণা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সাংগঠনিক ক্ষমতা আরও শক্তিশালী করে তুলতে প্রয়াসী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। কিষাণ ক্ষেত-মজদুর সংগঠনে জোর তারই ফলশ্রুতি বলে মনে করছে রাজনৈতিক তথ্য বিজ্ঞ মহল।