ন্যাশনালে খেলে স্বর্ণপদক পেলেন বর্ধমানের ভূমিপুত্র অরূপ কুমার সাহা

লু তুব আলি : বর্ধমানের ভূমিপুত্র অরূপ কুমার সাহা ন্যাশনালে খেলে স্বর্ণপদক পেলেন। তামিলনাড়ুর কোড্ডা লোর আন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ইন্ডিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স। ৪১ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২২ এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪ ইন্টু ১০০ রিলে রেসে অরূপ কুমার সাহা স্বর্ণপদক লাভ করেন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতার আয়োজক ছিল তামিলনাড়ু মাস্টার্স অ্যাথলেটিকস। বর্ধমানের ভূমিপুত্র অরূপ কুমার সাহা প্রচার বিমুখ মানুষটি কৈশোর অবস্থা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। গ্রামের বাড়ি আউসগ্রাম এর উত্তর রামনগর। অরূপ বাবুর বয়স এখন ৫৭ বছর। প্রত্যন্ত গ্রামে থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে গ্রামের সরল সাদাসিদে মানুষ ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশার স্মৃতি আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। পিতা গোপেশ্বর সাহা সাব জর্জ কোর্টে চাকরি করতেন। তিনিও খেলাপাগল ছিলেন। মা পুষ্প রানী সাহা পাঁচ সন্তান ও তিন কন্যাদের নিয়ে একাই সামাল দিতেন। অরূপ বাবু বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠ হাই স্কুলের শারীর শিক্ষার শিক্ষক। স্ত্রী মৌসুমী সাহা গৃহবধূ ও কবি। কন্যা অনিন্দিতা সাহা কলেজ পড়ুয়া। অরুপ বাবুর খেলাধুলার প্রতি উত্তরণ ঘটাতে তাঁর স্ত্রী ও কন্যা তাঁকে যথেষ্ট ভাবে সহযোগিতা করে থাকেন। অরূপ বাবু বর্তমানে ৫নং ইছলবাদ ওলাইচন্ডিতলা পূর্ব ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। ১৯৯৩ সালে এই স্কুলে শিক্ষকতা সূত্রে রানীগঞ্জ স্কুলের শারীর শিক্ষার শিক্ষক কানাইলাল শেঠের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে। তিনি ই তাঁকে বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশনে যোগাযোগ করিয়ে দেন। উল্লেখ, বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এর হয়ে বনগাঁ তে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও সাফল্য অর্জন করেন। এই প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে প্রথম হয় গোল্ড মেডেল পান এবং লংজাম্পে তৃতীয় স্থান ব্রোঞ্জ অর্জন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০থেকে ২২ মে তামিলনাড়ু ন্যাশনাল মিট অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় এই প্রতিযোগিতায় অরূপ কুমার সাহা ১০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প সিলভার জেতেন।২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ এবং সর্বোপরি রিলে রেসে গোল্ড মেডেল পান। শিক্ষকতার পাশাপাশি খেলাধুলায় তার সাফল্যে আজ বর্ধমান বাসী আনন্দিত। স্ত্রী মৌসুমী সাহা ও কন্যা অনিন্দিতা সাহা এই সাফল্যে তাঁরা খুশি। এক সাক্ষাৎকারে অরূপ কুমার সাহা বলেন তাঁর এই সাফল্যের পুরোটাই গ্রামবাসী ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করতে চান। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এ ব্যাপারেও গণসচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি জানান। অরূপ বাবু এছাড়াও বনসৃজন এবং এলাকায় সুস্থ সংস্কৃতির আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।