|
---|
নিজস্ব সংবাদদাতা : সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে রবিবার ১৮ ডিসেম্বর ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে সংখ্যালঘু অধিকার সুরক্ষা কনভেনশনের আয়োজন করা হয়। ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর জাতি সংঘের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত ধর্মীয়, ভাষাগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য এই দিনটি সুনির্দিষ্ট করেন। প্রতিবছর এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে এদিনটিতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন।
এদিন কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান আক্ষেপ করে বলেন বর্তমান সময় দেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার পরিবর্তে সরকার প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি আরও বলেন দেশে বিচার ব্যবস্থায় মুসলিমদের জন্য একরকম বিচার করা হচ্ছে, অমুসলিমদের অন্য রকম বিচার করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রসারে সাংবিধানিক অধিকার বলে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনার অধিকার দিলেও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ এই সংখ্যালঘু অধিকার সুরক্ষা দিবসে শপথ নিতে হবে যে কোথাও কোনভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের উপর আঘাত আসবে আমাদের দেশের সংবিধান মেনে শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতান্ত্রিক উপায়ে লড়াই আন্দোলন করতে হবে।
এদিন সংখ্যালঘু অধিকার সুরক্ষা কনভেনশনে প্রারম্ভিকী বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর বলেন ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের মুসলিম সম্প্রদায়ের ৫০০ বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের পর আন্তর্জাতিক স্তরে নিন্দা ও চর্চার কারনেই জাতিসংঘ সে বছরের ১৮ ডিসেম্বর দিনটি বিশ্বের সমস্ত দেশের ধর্মীয়, ভাষাগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য দিনটিকে আন্তর্জাতিক সংখ্যালঘু সুরক্ষা দিবস হিসাবে ঘোষণা করেন। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য দিনটিকে বিভিন্ন মানবাধিকার গণ সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে স্মরণ করিয়ে দেন। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত ও আদায়ের রূপরেখা তৈরির জন্য এই কনভেনশনের আয়োজন।বক্তব্য রাখেন সহ সম্পাদক হাফেজ নাজমুল আরেফীন, সহ সভাপতি মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ বাবর হোসেন, দঃ ২৪ পরগনা জেলা সম্পাদক মাওঃ এলাহি বক্স, সংখ্যালঘু কাউন্সিলের সহ সভাপতি ডাঃ মনিরুল ইসলাম, গোলাম রহমান, শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক হাসানুজ্জামান, উঃ ২৪ পরগনা জেলা সম্পাদক ডাঃ তৈয়েবুর রহমান সহ বিভিন্ন জেলা ও ব্লক নেতৃবৃন্দ।এদিন কনভেনশন থেকে আগামীতে সংখ্যালঘু ছাত্র যুবদের শিক্ষা-কর্মস্থান বিষয়ক অধিকার আদায়ের জন্য আন্দোলনে রূপরেখা তৈরি করা হয়। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের ছাত্র বৃত্তি মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তা পুনরায় চালু করার জন্য আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। ওবিসি সংরক্ষণের মাধ্যমে শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।