|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: জেল থেকে মুক্তি পেলেন ভিকে শশীকলা। আর্থিক দুর্নীতির মামলায় গত ৪ বছর বেঙ্গালুরুর সংশোধনাগারে বন্দি ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এক সময়ের ছায়াসঙ্গী।যদিও করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে প্রাক্তন এআইএডিএমকে নেত্রী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ২০১৭ সালে ৬৬ কোটি টাকার বেনামী সম্পত্তি মামলায় শশীকলা, তাঁর ননদ জে ইলাভারাসি এবং জয়ললিতার দত্তক পুত্র ভি এন সুধাকরণকে গ্রেফতার করা হয়। চারবছরের সাজাপূরণের পর বুধবার কারামুক্ত হলেন তিনি।বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কারাগারে বন্দি ছিলেন শশীকলা। জেল কর্তৃপক্ষ সমস্ত সরকারি নথিপত্রের কাজ হাসপাতালেই সম্পূর্ণ করেন। ফলে প্রাক্তন এআইএডিএমকে নেত্রীর জেলমুক্তির পথে আর কোনও বাধা ছিল না।
জেল থেকে মুক্তি পাওয়ার ৭ দিন আগেই করোনা আক্রান্ত হন ৬৩ বছর বয়সি শশীকলা। তাঁকে প্রথমে বেঙ্গালুরুর বো রিং হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ভিক্টোরিয়া হাসপাতালে রেফার করা হয়। করোনার উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করে হলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তবে হাসপাতাল থেকে কবে তাঁকে ছাড়া হবে, সে সম্পর্কে কিছু জানা যায় নি। শশীকলার আত্মীয় তথা দলের জেনারেল সেক্রেটারি টিটিভি দীনাকরণ বলেন, আপাতত স্থিতিশীল রয়েছেন শশীকলা। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, এই বিষয়ে তিনি বলেন, ”চিকিৎসকেরা তাঁর দেখভাল করছেন। সরবক্ষণ নজরে রাখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।