|
---|
নিজস্ব প্রতিনিধি,নতুন গতি,নদীয়া;পলাশী পাড়া এলাকায় ঝুলন উৎসবে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও মাস্ক মেনে চলবার বার্তা দিয়েছে কচিকাঁচারা। তাঁদের ঝুলনে পুতুলের মুখের মাস্ক পড়িয়ে ও দূরত্ব বজায় রেখে সাজানো হয়েছে পুতুল। এর মধ্য দিয়ে সচেতন করতে চাইছে আমজনতাকে। ঝুলন প্রাঙ্গণে ছোট ছোট প্লাকার্ড দিয়ে মানুষজনকে মাস্ক ব্যবহার করবার আবেদন জানিয়েছেন।
পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখবারও আহ্ববান জানানো হয়েছে। উৎসবের মধ্য দিয়েও সামাজিক দায়বদ্ধতা গোটা দেশে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। কার্যত উৎসব বন্ধ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে সতর্ক করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন সরকারের নির্দেশ মেনে চলুন। এমনটাই দেখা গেল নদীয়ার পলাশীপাড়া ঝুলন উৎসবে।