রাখী বন্ধন উপলক্ষে সুজাপুর বিধানসভায় মাস্ক ও স‍্যানিটাইজার বিতরন কর্মসূচি পালন

নতুন গতির নিউজ ডেস্ক,কালিয়াচক:রাখিবন্ধন উপলক্ষে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, কালিয়াচক -১ কিষাণ ক্ষেত মজদুর তৃনমুল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৫৩ সুজাপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলে মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করা হল।উপস্থিত ছিলেন জনদরদী কিষাণ নেতা তথা মালদা জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুরবান সেখ, সংগঠনের কালিয়াচক-১ সাধারণ সম্পাদক রাফিক আলম, তৃনমূল কংগ্রেসের গয়েশবাড়ি অঞ্চল সভাপতি হাজী মেরাজুল বসনি সাহেব, জালালপুর অঞ্চল প্রধান মোহাম্মদ জুলফিকার আলী, সৈয়দ আরেফুল ইসলাম(পাশা), সাফিউল চৌধুরী, মাস্টার কামাল হোসেন,নাওদা যদুপুর অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ(রাজু), যুব নেতা মোহাম্মদ এহসান আকতার(জুয়েল) সাফিকুল ইসলাম, কামাল হোসেন, নাসিরউদ্দিন সেখ,আজম আলি সহ তৃনমূলের অন‍্যান‍্য নেতা-নেত্রী ও কর্মীবৃন্দ।

    কুরবান সাহেব বলেন, বর্তমান সময় কোরোনার দাপটে মানুষের জনজীবন করুন হয়ে পড়েছে। আমাদের মেলবন্ধনের উৎসব রাখীবন্দন প্রতি বৎসর আমরা ধুমধাম করে পালন করে থাকি কিন্তু এই বৎসর কোরোনা ভাইরাসের কারণে দলনেত্রীর নির্দেশ মত সামাজিক দূরত্ব বজায় রেখে রাখীবন্দ্ধনের সঙ্গে সঙ্গে মাস্ক বিতরনী কর্মসূচি পালন এবং মাস্ক ও স‍্যানিটাইজার ব‍্যাবহার সম্পর্কে সচেতন করা হল।