|
---|
নিজস্ব সংবাদদাতা: দার্জিলিং এর কফি হাউজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ তিনি দার্জিলিং এর রিচমন্ড হিলের সামনে উদ্বোধন করলেন কফি হাউজের।এই কফি হাউজটি লাইব্রেরি কাম কফি হাউজ তাই এখানে মানুষ বইও পড়তে পারবেন জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন দার্জিলিং এর কফি হাউজের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন “আগের মত করে আর কফি হাউজের আড্ডা হয় না”তাই এখন আধুনিকতায় মোড়া কফি হাউজ এগিয়ে যাবে।এদিন মুখ্যমন্ত্রীর সাথে কফি হাউজে এসেছিলেন অনিত থাপা,এবং পাহাড়ের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছারা মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অরুপ বিশ্বাস এবং সাহেব চট্টোপাধ্যায়। এদিন উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী কফি হাউজে প্রায় ঘন্টাখানেক ছিলেন।মুখ্যমন্ত্রী জানান এই কফি হাউজে পর্যটকেরা এসে আনন্দ পাবে।তাই পর্যটকদের জন্য রইল সাদর আমন্ত্রন।