|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : মঙ্গলবার,১৪ জুলাই, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপ বাজারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাত্রসায়ের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কুশদ্বীপ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত রক্ত সংগ্রহের কাজ চলে। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।রক্ত সংগ্রহ করতে আসেন বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালের মেডিকেল টিম। মেডিকেল টিমে ছিলেন ডাঃ গৌরব পাল,সীতশমা দত্ত, অতনু মিশ্র ও সৈয়দ নুরুল। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি রাজীব ঘোষাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং, ব্লক যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, খাদ্য কর্মাধ্যক্ষ শাহজাহান মিদ্যা, প্রভাত মুখার্জি, মহাদেব সহ বিশিষ্ট জন।