ভাগীরথী তীরে সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষ ১০ ম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান কলকাতায়

আসাদ আলী-নতুনগতি : নামেই শুধু মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এর সাহিত্য পত্রিকা এই ‘ভাগীরথী তীরে’, জিয়াগঞ্জের ভূমিপুত্র শিক্ষক- কবি ও সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বাসের পরম যত্ন ও মমতায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভূমিষ্ঠ হলেও ইতিমধ্যে আন্তর্জাতিকতার স্তর ছুঁয়ে ফেলেছে ভাগীরথী তীরে। ২৬ফেব্রুয়ারী বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কালিকাপুরে অর্থাৎ ৬ স্কোয়ার ল্যান্ড পার্ক, কলকাতা ৭০০০৭৮ ঠিকানায় “শিল্পী মন” এর তৃতীয় তলে কবিতা, গান ও আড্ডার মধ্য দিয়ে প্রকাশ হলো ভাগীরথী তীরে সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষ ১০ম সংখ্যা। পত্রিকার জন্ম লগ্ন ও তার নামের বিষয় ইত্যাদি নিয়ে সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এর বক্তব্য দিয়ে সভার সূচনা হয়। তারপর প্রধান ও বিশেষ অতিথি বরণ ও উত্তরীয়, মেমেন্টো দিয়ে সম্বর্ধনা । প্রধান অতিথি ছিলেন কেতকীপ্রসাদ রায়, বিশেষ অতিথি আজকাল দৈনিকের বিশিষ্ট সাংবাদিক অমিতাভ সিরাজ, ও খেলাধুলার জগতের ভারতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব রুমা রায় ।

    রুমা রায় ও সাহিত্য, বিশেষত লিটিল ম্যাগাজিনের ভূত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করেন কবি কেতকীপ্রসাদ রায়, অমিতাভ সিরাজ তাঁর সাংবাদিক জীবন ও তাঁর পরিবার সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য সহযোগে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে তিনি বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের পুত্র। বক্তব্য রাখেন সন্তোষ সাহা। কবিতা পাঠ পর্বের শুরুতেই গান করেন চিকিৎসক কবি ও সাংবাদিক আসাদ আলী, কবিতা পাঠ করেন শিক্ষক- কবি ও প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম, দুলাল সুর, অসিত বরণ সরকার, সুরজিৎ মন্ডল, বিকাশচন্দ্র মন্ডল, মৌসুমী ঘোষ, প্রভাস কুমার দাস প্রমুখ। গান করেন পৃষতী রায়চৌধুরী, সঞ্চালনায় ছিলেন অনির্বাণ, সামগ্রিক পরিচালনায় সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বাস।