|
---|
সংবাদদাতা : হরিণখোলা দরবার শরীফে ৩৫ তম বাৎসরিক ইসালে সওয়াব ও অনুবাদকৃত কোরআন বিতর। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ থেকে পিরে কামিল হাসান সিদ্দিকী আল কোরাইশী সাহেব জিকিরের মজলিস পরিচালনা করে এই অনুষ্ঠানে বিভিন্ন জেলায় কয়েক হাজার মানুষ উপস্থিত হন পরিচালনা করেন পীরজাদা মুহেব্বুল্লাহ হোসাইন সাহেব পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইন সাহেব পীরজাদা এনায়েতুল্লাহ হোসাইনী সাহেব পীরজাদা মুফতি শাফিউল্লাহ হুসাইনী সাহেব পীরজাদা মতিউল্লাহ হুসাইন সাহেব ডঃ হুজ্জাতুল্লাহ হোসাইনী সাহেব অতিথি ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক সাহেব অল ইন্ডিয়া ওলামা বোর্ড এর সভাপতি মাওলানা মোঃ রাকিব হক সাহেব আল কোরআন একাডেমী লন্ডন জেলা কনভেনার সৈয়দ মোরতোজা আলী সাহেব প্রাক্তন সভাপতি হাজী মাহবুবুর রহমান সাহেব ল্যাবের প্রেসিডেন্ট ডঃ আব্দুল্লাহিল মারুফ সাহেব আল কুরআন একাডেমী লন্ডনের পক্ষ থেকে কয়েকশো মানুষকে বাংলা অনুবাদ কোরআন শরীফ দেওয়া হয়। সব শেষে সমস্ত বিশ্ব শান্তির কামনার জন্য দোয়া পিরে কামেল শাইখুল হাদিস হরিনখোলা হুজুর পিরকেবলা।