১০০ দিনের কাজের বকেয়া টাকা ঢুকছে ব্যাঙ্কে

সেখ সামসুদ্দিন, ২৬ ফেব্রুয়ারিঃ ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আবির মেখে খুশিতে মাতলো জামালপুরবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামত রাজ্যের বঞ্চিত ১০০ দিনের কাজের মজুররা নিজের ব্যাংক একাউন্টে টাকা পেলেন। আজ থেকেই রাজ্যের সকল বঞ্চিত ১০০ দিনের কাজের মজুররা টাকা পেতে থাকবেন। পূর্ব বর্ধমানের জামালপুরেও ১০০ দিনের কাজের মজুরদের টাকা ব্যাংকে ঢুকতে শুরু করেছে আজ থেকে। টাকা পেয়ে খুবই খুশী এই অসহায় বঞ্চিত মানুষরা। ব্লক সভাপতি মেহেমুদ খান আজ জামালপুর ১অঞ্চলের বেত্রাগড় গ্রামে গিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তিনি খুশি হয়ে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। তাঁর সামনেই অসহায় বঞ্চিত এই মানুষগুলো মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি করেন। মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করেন যে তিনি সব সময়ই অসহায় সাধারণ মানুষের পাশে আছেন। প্রকৃতই এই সরকার মা মাটি মানুষের সরকার। তিনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী প্রণাম ও কৃতজ্ঞতা জানান।