কালিয়াচকের স্মার্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কালিয়াচকের স্মার্ট স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

    কালিয়াচক, নতুন গতি : স্কুল খুলতেই পঠনপাঠনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়ায় মেতে উঠল কালিয়াচকের (স্যামুয়েল মডার্ন ইন্সটিটিউট এডুকেশন রিসার্চ ট্রেনিং ) স্মার্ট স্কুল। করোনার আবহে দীর্ঘদিনযাবৎ বিদ্যালয় বন্ধ থাকার পর সদ্য স্কুলগুলির দরজা খুলেছে। এই আবহে শনিবার দিনভর স্মার্ট স্কুলের পরিচালনায় কালিয়াচকের কারবালা ময়দানে কয়েকশো ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেক প্রবীণ শিক্ষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী বিশিষ্টজনের উপস্থিতিতে নতুন মাত্রা দান করে বার্ষিক অনুষ্ঠান। উপস্থিত অতিথিগন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক , ক্রীড়া, সচেতনতামূলক বিভিন্ন দিক আলোকপাত করে ভাষন দিয়ে উপস্থিত অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেন। প্রদীপ প্রজ্জ্বলন, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান নৃত্য, আবৃত্তি, গান , নৃত্য , নাটক, আলোচনাসভা, দৌড় , পিরামিড সহ একগুচ্ছ অনুষ্ঠান সারাদিন নজর কাড়ে। উপস্থিত ছিলেন কালিয়াচক গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আনোয়ারা বেগম চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এজাজুল হক, শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রাহমাত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার, ডঃ হাজেরুল ইবকার ,  অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, শিক্ষিকা রোকেয়া বেগম চৌধূরী, স্কুলের চীপ ম্যানেজিং ডিরেক্টর শেলী সামুয়েল, স্কুলের সভাপতি ইফতিকার সুফি, ডিরেক্টর রবিউল ইসলাম সহ অনেকে।