অবৈধ কাঠ উদ্ধারে সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ

নিজস্ব সংবাদদাতা: অবৈধ কাঠ উদ্ধারে সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ । সোমবার রাতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকারের নেতৃত্বে কুমারগ্রামের হেমাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় একটি মারুতি ভ্যান সহ সেগুন কাঠ ।

    কাঠ গুলির বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা । ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি । কয়েক কিলোমিটার পিছু ধাওয়া করে ধরা হয় কাঠ বোঝাই গাড়িটিকে । ঘটনার তদন্ত শুরু করেছে বনকর্মীরা । জানা গিয়েছে এদিন বনকর্মীরা এবং এসএসবি যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পায় ।প্রায়ই পাচার হচ্ছে কাঠ এই অভিযোগ করছেন স্থানীয় মানুষ।তাদের অভিযোগ মোটা টাকার লোভ দেখিয়ে তাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে।এই কাজের জন্য তারা ঠিক করছে এলাকার বেকার যুবকদেরও।এছারা কম বয়সি ছেলেদের দামী মোবাইলের লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছে তারা।এলাকার মানুষ দাবী করেছেন এই সব ছেলেমেয়েদের অবৈধ কাজের সঙ্গে যুক্ত করাচ্ছেন এলাকার কিছু রাজনৈতিক দলের নেতারা।মুলত তাদের আষ্কারাতেই এই কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানুষের।