বীরভূম জেলা সিউড়ি তে কন্যাশ্রী দিবস পালন করা হলো।

 

    আজিম শেখ: নতুন গতি:বীরভূম

    এই কন্যাশ্রী দিবস উপলক্ষে ডি.আর.ডিসি হলে, বিভিন্ন শহরের বিদ্যালয় কে নিয়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ আসিস ব্যানার্জি, বোলপুর বিধানসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ,জেলাশাসক মৌমিতা গোদারা বসু, এ ডি এম জেলা পরিষদ, সহ বিভিন্ন নারী কল্যাণ দপ্তর কর্মীরা।এবং বিভিন্ন শহরের ও গ্রামের বিদ্যালয়ের ছাত্রীরা। যেখানে প্রদীপ প্রজ্জ্বলন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ আশিস ব্যানার্জি তৎসহ জেলাশাসক মৌমিতা গদারা বসু। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন। মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এ কন্যাশ্রী প্রকল্প কে বেশি ভাবে জোর দিয়েছি। বন্ধ হয়েছে বাল্য বিবাহ থেকে বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার। তার সাথে সাথে বিভিন্নভাবে বাল্যবিবাহ থেকে প্রতিরোধ করতে শর্ট ফিল্ম সহ বিভিন্ন প্রচারমূলক জেলায় চালিয়ে যাচ্ছি। এদিনের এই অনুষ্ঠানের সিউড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলেন কন্যাশ্রী দিবস।