|
---|
আজিম শেখ,বীরভূম : প্রতি বছরের ন্যায় এ বছরও মাতালেন এলাকাবাসী নক আউট ফুটবল টুর্নামেন্টে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রামের একমাত্র ক্লাব SCAK এই ক্লাবটির সদস্যরা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় ও মানুষের পাশে সব সময় আছেন এই ক্লাবটির মূল উদ্দেশ্যই হলো সুস্থ বিনোদনের মাধ্যমে জনমনোরঞ্জন।
ক্রীড়া চর্চার প্রসার ও প্রসারের মাধ্যমে শিশু ,কিশোর এবং যুবদের মধ্যে দৈহিক ও মানসিক বিকাশ ও সুস্থু প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। জনগণের মধ্যে ঐক্য ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মাধ্যমে জনজীবনে উত্তরনের প্রিয়াস।
এই নক আউট ফুটবল টুর্নামেন্টেটি পরিচালনায় সার্বিক সহযোগিতার মাধ্যমে কৃতজ্ঞতারপাশে আবদ্ধ করেছে যে সমস্ত প্রতিষ্ঠান :-মন্ডল স্টোন প্রোডাক্ট (টুলু মন্ডল) নঈশুভা মল্লারপুর,কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত ,কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ,কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজী উচ্চ বিদ্যালয় ,কাষ্ঠগড়া বনবিভাগ ,সালবাদরা স্টোন মাইন্স
অ্যাসোসিয়েশন,মহকুমা ক্রীড়া সংস্থা রামপুরহাট।ও রেফারি অ্যাসোসিয়েশন।