পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের ঘোড়ানাশ গ্রামে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হলো

    রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের ঘোড়ানাশ গ্রামে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। একটি গাছকে কেন্দ্র করে মা মনসা পুজো হয়।


    স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল,১৫০-২০০ বছর আগে তত্‍কালীন জমিদার ইন্দ্রচন্দ্র রায় মায়ের পুজোর জন্য জমিটি দান করেন। সেই সময় এলাকার প্রতিবেশি চন্দ্র বংশের কেদার ওস্তাদ একটি গাছ লাগিয়ে মা মনসার পুজো শুরু করেন।


    পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তন হয়। পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়। সকল গ্ৰামবাসীরা অন্নকূটে অংশগ্রহণ করেন। এই পুজো উপলক্ষে সকল গ্ৰামবাসীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।