তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির কেন্না নিমো ২নং পঞ্চায়েত

রফিকউদ্দিন মণ্ডল : ৭জুলাই,বুধবার,পূর্ব বর্ধমান জেলার কেন্না নিমো ২নং গ্রাম পঞ্চায়েতর সিংহ ভিলা লজে রক্তদান শিবির হয়। এই কোভিড মহামারিতে রক্তের জোগান দিতে এই উদ্যোগ, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশনায় রক্তদান শিবির প্রত্যেক বিধানসভার অঞ্চল অঞ্চলে। সেই মতাবেক মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য এর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবির আয়োজন করেন কেন্না নিমো ২নং গ্রাম পঞ্চায়েত। এই রক্তদান শিবিরে মেমারি ব্লকের প্রতিটি অঞ্চলে কর্মীরা এগিয়ে আসেন। পতাকা উত্তলন করেন নিমো ২ নং অঞ্চলের সভাপতি প্রসেনজিৎ মল্লিক, রক্তদান শিবির শুরু হয়। কেন্না নিমো ২পঞ্চায়েত এলাকার বহু তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা এগিয়ে আসেন রক্ত দিতে। বর্ধমান শিবঙ্কর ব্লাড ডোনেশন ক্যাম্পে মাধ্যমে ৫০জন ব্যক্তি রক্তদান করেন। উপস্থিত ছিলেন মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ পরামানিক মেমারি মাধ্যমিক শিক্ষাসেলের সভাপতি কৌশিক সিংহ মল্লিক, প্রারাইমারী শিক্ষা সেলের সভাপতি মহ.জাহাঙ্গীর, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, রাহুলা দা, বাপ্পা, অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী  অংশুমান চতুর্বেদী, মহ. ইমরান সরকার, নিমো ২ নং অঞ্চল প্রধান সুমিতা মাঝি, খাঁড়ো যুব সংঘের অন্যতম সদস্য সেখ সবুরউদ্দিন ও ১০টা অঞ্চলের সভাপতি ও সহ সভাপতি, গ্রাম সদস্য সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও তৃণমূল কর্মী বৃন্দ ও এই অঞ্চলের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা শুভেচ্ছা জানানো হয়।