|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,কেশপুর:-বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক অধীন কেশপুর- ১ চক্রের শিক্ষক সমবায় ড. বি.আর.আম্বেদকর পি.টি.ই.সি.সি.এস.লি. দ্বিশততম জন্মবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তিগাথা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করল। এই প্রয়াসটি কেশপুর ১ চক্রের বুড়্যাপাট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আবৃত্তি, সংগীত,নৃত্য, আলোচনাতে সমৃদ্ধ হয় এদিনের অনুষ্ঠান । সমবায় সমিতির সদস্য সদস্যাদের তাৎক্ষণিক বক্তৃতা, প্রশ্নোত্তরে অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক কেশপুর শাখার একাউনটেন্ট
সুপারভাইজার পলাশ মন্ডল,
বুড়্যাপাট কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক রবিলোচন চৌধুরী, কেশপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমবায়ের সম্পাদক শিক্ষক অমিত পাত্র,বর্ষীয়ান শিক্ষক নেতৃত্ব তথা সমবায় ভাবনার বিশিষ্ট ব্যক্তিত্ব বিশ্বনাথ কোল্যা, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতৃত্ব রামতনু প্রামানিক , বুড়্যাপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা আম্বেদকর প্রাথমিক শিক্ষক সমবায়ের প্রতিষ্ঠাতা সদস্য অশোক কুমার ঘোষ সহ বিশিষ্টরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এই সমবায় সমিতির সভাপতি শিক্ষক স্নেহাশিস চৌধুরী। সম্পাদক সুধাময় দল তাঁর বক্তব্যে আগামী দিনে সমিতির শ্রীবৃদ্ধিতে সবার সহায়তা আশা করেন।
বিদ্যাসাগর মহাশয়ের জীবন ও কর্মধারা নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন ।
কচিকাঁচাদের আবৃত্তি, নৃত্যে মুখর ছিল এ দিনের আয়োজন। সমবায় সমিতির এক্যাউন্ট্যান্ট তথা বুড়্যাপাট প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিমান কান্তি দে মহাশয় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমিতির কর্মধারা এবং শিক্ষক শিক্ষিকাদের সমবায় সংক্রান্ত উত্থাপিত প্রশ্ন সমূহের যথাযথ উত্তর দেন।
অনুষ্ঠানটি সুচারু গ্রন্থনা করে সঞ্চালক অর্ণব দাশ বিদ্যাসাগরের মনের ভাবনা তুলে ধরেন।
সমবায় সমিতির বোর্ড অব ডাইরেক্টরেটের সদস্য শিক্ষক সুশান্ত পড়িয়া জানান যে ,”আগামী দিনে সমবায় সমিতির লভ্যাংশ থেকে কতিপয় দু:স্থ তথা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দেওয়া হবে। তবেই বিদ্যাসাগর স্মরণ আরো অর্থবহ হবে। ”
অনুষ্ঠানটি ঘিরে এলাকার জনসাধারণের মধ্যে আগ্রহ ছিল নজরকাড়া ।