|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর আহ্বায়ক রবীন নন্দী উপস্থিতিতে খন্ডঘোষ ব্লক জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এন.আর.সির বিরুদ্ধে ও জয়েন্ট এন্ট্রান্সে বাংলা ভাষায় প্রশ্নপত্রের দাবিতে খন্ডঘোষ পাঠানপাড়ায় জনসভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম,পঞ্চায়েত সমিতির সভাপতি,জেলা পরিষদের সদস্যগন,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গন,পঞ্চায়েত প্রধান সহ ব্লকের নেতৃত্ব বৃন্দ। সভা অসংখ্য মানুষের উদ্দীপনায় ভরে ওঠে।