প্রতিবন্ধকতাকে জয় করে রাজ্যের সপ্তম রিতা হালদার

নতুন গতি :বিধাতা ও ভাগ্যের পরিহাসের প্রতিবন্ধকতাও আটকাতে পারেনি দৃষ্টিহীন রেনেসা দাস এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থানাধিকারি রিতা হালদারকে। একজন অভাবের সংসারে দৃষ্টিহীন, আরেকজন দুঃস্থ ও অভাবের সংসারে থেকেও অনেক প্রতিবন্ধকতাকে প্রতিকূলতাকে কাটিয়ে পেয়েছে জয়,আর তাদের মনোবল আরো বাড়াতে এবং সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবং আগামিতে তাদের পাশে থাকবার অঙ্গিকার নিয়ে আজ সৃষ্টি ফাউন্ডেশনের কর্ণধর গৌতম গোস্বামী সহ অন্যান্যরা তাদের বাড়িতে উপস্থিত হন। সামান্য উপহারের সাথে মুখ্যমন্ত্রীর লেখা দুটি বই দুই কৃতি ছাত্রীকে দেওয়া হয়।সৃষ্টি ফাউন্ডেশন এর সকল সদস্যর পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের পৌরপিতা ও MIC শ্রী দুলাল দত্ত।