শিলিগুড়ির রামকৃষ্ণ মাঠে অনুষ্ঠিত হল ৬২তম রাজ্য খোখো প্রতিযোগিতা

শিলিগুড়ি: আজ শিলিগুড়ির রামকৃষ্ণ মাঠে অনুষ্ঠিত হল 62তম রাজ্য খোখো প্রতিযোগিতা।আজ এই প্রতিযোগীতার সূচনা করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পুলিশ কমিশনার গৌরব শর্মা।এছারা উপস্থিত ছিলেন চেয়ারম্যান অলোক চক্রবর্তী।

    এদিন এই প্রতিযোগীতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলা এবং পাঞ্জাবের মধ্যে।সারা দেশের মোট আঠেরোটি club অংশগ্রহন করে এই প্রতিযোগিতায়।এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান খোখো সারা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলা,এই প্রাচীন খেলাতে বাংলার বহু কৃতি খেলোয়াড় অংশ নিয়েছিলেন।তাই আমাদের শহর শিলিগুড়িতে এই রাজ্য খোখো প্রতিযোগিতা হচ্ছে ভেবেই ভালো লাগছে।আশাকরবো শিলিগুড়ির মানুষ মাঠে আসবে খোখো খেলা দেখতে,যাতে খেলোয়ারেরা উৎসাহ পায় এই প্রতিযোগিতায় খেলতে।