|
---|
দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা । খুশিতে মিষ্টিমুখ করেন এলাকার বাসিন্দারা । শুক্রবার চোপড়ার সোনাপুরের ওয়েল ইন্ডিয়া মোড় থেকে হাপতিয়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়েছিল । এক বার রাস্তার কাজ শুরু হয়ে কাজ বন্ধ করে দেন ঠিকাদার । তারপর দীর্ঘদিন ধরে রাস্তাটি চলার অযোগ্য হয়ে ওঠে । এলাকাবাসীর আন্দোলন ও স্থানীয় নেতৃত্বদের প্রচেষ্টায় আবার রাস্তার কাজ শুরু হয়েছে ।
তাই আজ খুশিতে এলাকার বাসিন্দারা মিষ্টিমুখ করেন । হাপতিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদ বিধায়ক হামিদুল রহমান ও ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানান । তাদের সহযোগিতায় ও এলাকাবাসীর প্রচেষ্টায় রাস্তার কাজ শুরু হয়েছে ।
ঠিকাদার রজিত প্রমানিক জানিয়েছেন যে অনেক ঝুট ঝামেলার পর রাস্তাটির কাজ শুরু হল । আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।