কবিতা সন্ধ্যার ৪৫৫ তম মাসিক সাহিত্য সভা বোলপুরে

আলিফ ইসলাম: বোলপুর : ২৫ ডিসেম্বর, কবিতার কন্ঠস্বর দলমত গোষ্ঠী হীন নিরবচ্ছিন্ন সাহিত্য সাধনার অন্যতম পীঠস্থান বর্ধমানের কবিতা সন্ধ্যার ৪৫৫ তম সাহিত্য সন্মেলন বড়দিনের শুভলগ্নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া প্রাপ্ত বোলপুর (শান্তিনিকেতন)এর সোনাঝুরির পাতা ঝরা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আজ ২৫ ডিসেম্বর রবিবার।১৯৮৭ সাল থেকে পথ চলা শুরু করে নিরবচ্ছিন্ন ভাবে কবিতা সন্ধ্যার মাসিক সাহিত্য সভা প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার কখনো না থেমে অনুষ্ঠিত হয়ে চলেছে নিরলসভাবে সম্পাদক কুশল দে এবং সভাপতি শ্যামল বারুরীর ঐকান্তিক প্রয়াসে।মহামানব যীশুখৃষ্টের জন্মদিন তথা বড়দিনের দিন ঘটনাক্রমে কবিতা সন্ধ্যার জন্য নির্ধারিত ইংরাজি মাসের শেষ রবিবার হ‌ওয়ায় কবিতা সন্ধ্যার পক্ষে কয়েকজন শীতকালীন ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মিঠে রোদ গায়ে মেখে উপস্থিত হয়েছিলেন বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরিতে। আজকের মুক্তাঙ্গন সাহিত্য সভায় সম্পাদক কুশল দে, সভাপতি শ্যামল বারুরী, প্রধান অতিথি বসন্ত পাল এবং বিশেষ অতিথি দীপেন্দ্রনাথ শীল প্রমুখের উপস্থিতিতে শান্তিনিকেতনের পৌষমেলার অল্প একটু ছোঁয়াচ নিয়ে ক্ষেত্রনাথ দে,সেখ মহম্মদুল হক, কাজী জুলফিকার আলী,সেখ হাসানুজ্জামান,সেখ জাহাঙ্গীর,তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম,সব্যসাচী বক্সী, সর্বানন্দ মাঝি, অশেষ মাঝি প্রমুখ কবিতা পাঠ,বক্তব্য এবং কাব্যিক আলোচনার রসাস্বাদন করেন। হয়তো বা এই প্রথম মহিলা বর্জিত কবিতা সন্ধ্যার সাহিত্য সভা অনুষ্ঠিত হল।সমগ্ৰ অনুষ্ঠানটি মুক্ত পরিবেশের সঙ্গে মুক্ত মনে সুচারু পরিবেশন করেন বিশিষ্ট সঞ্চালক কবি সেখ জাহাঙ্গীর।