|
---|
রোদ্দুর ইসলাম : ৬ মার্চ, রবিবার বর্ধমানের কথাশৈলী সাহিত্য-সংস্কৃতি সংস্থার উদ্যোগে আয়োজিত সারাদিনের কবি-সন্মেলনে ০৬/০৩/২০২২ তারিখ,রবিবার কথাশৈলী সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। স্বনামধন্য দেবেশ ঠাকুর,কুশল দে,সুষমা মিত্র, নারায়ণ চন্দ্র পাল,কাশীনাথ গাঙ্গুলী প্রমুখ মঞ্চাসীন ব্যাক্তিগণের উপস্থিতিতে প্রায় পঁচাত্তর জন স্বরচিত কবিতা পাঠ,সঙ্গীত, বক্তব্য, আলোচনা, শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশন করেন।পত্রিকার সম্পাদিকা কবি, নাট্য ব্যাক্তিত্ব,সঙ্গীতশিল্পী কল্পনা রায়,সহ-সম্পাদিকা আরতি ঘোষ, সভাপতি তাপস ভূষণ সেনগুপ্ত,সহ-সভাপতি সদরুল আলম প্রমুখের সঙ্গে সেখ হাসানুজ্জামান, সেখ মহম্মদ ইউনুস,রীতা সাউ,সৌম্য পাল, রীতা ঘোষ, লক্ষণ দাস ঠাকুরা,বিকাশ যশ,সুফি রফিক উল ইসলাম, সেখ হাফিজুর রহমান, এহসান সনম,সেখ হাফিজুল ইসলাম, রথীন পার্থ মন্ডল, পার্থ চট্টোপাধ্যায়, অশোক বর্মণ, হেমা পাল বর্ধন,সায়ন্তি হাজরা, তারা সরকার, মুক্তা রায়,অদিতি মুখার্জি, আঞ্জুমানোয়ারা আনসারী, মঞ্জুরি খাতুন, রিয়া খাতুন, মন্দিরা মুখার্জি, সূপর্ণা পাল,গোপা সরকার, রাজেশ্বরী শর্মা, শর্মিলা বর্মণ,উদয় চাঁদ হালদার, সেখ নাসিবুল আলি, সেখ হারুন অল রশিদ,সুধীর কুমার হাজরা, ময়ূখ রায়,জয়দেব মন্ডল,আশিস মুখার্জি প্রমুখ এই মহতী কবি- সন্মেলনে উপস্থিত ছিলেন।বর্ষীয়ান কবি সুষমা মিত্র এবং নারায়ণ চন্দ্র পাল ,এই দুই গুণী ব্যাক্তিত্বকে বিশেষ সন্মানিত করা হয়।