|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর: লালগোলা কলেজ আরবী বিভাগ আয়োজিত IQAC – অন্তর্গত প্যারেন্ট-টিচার মীটিং উদযাপিত হল। অভিভাবক ও অভিভাবিকাগনের উপস্থিতিতে তাদের ছেলেমেয়েদের পঠন-পাঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন কলেজের আরবী বিভাগীয় প্রধান ডঃ সাইদুর সাইদুর রহমান, সহকারী শিক্ষক মাহবুব আলম ও তাওহীদ বিন জাবের জাবের সহ অন্যান্য শিক্ষকবিন্দ।
ডঃ সাইদুর রহমান বলেন ইতিমধ্যে লালগোলা কলেজ আরবী বিভাগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে। আগামীতে কিভাবে আরো ভালো করা যায় আজকে তারই প্রতিক্রিয়া। তিনি ছাত্র ছাত্রীদের পড়াশোনায় পড়াশোনায় মান কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করার পাশাপাশি JNU সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তুলে ধরেন।
অতঃপর আরবী ভাষা ও ও বিভাগকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য ছাত্র-ছাত্রী ও উপস্থিত অভিভাবক অভিভাবিকাগনের থেকে পরামর্শ নেওয়া হয় । ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগঅভিযোগও গুরুত্বসহকারে শ্রবণ করা হয়। অভিভাবক অভিভাবিকাগন ফিডব্যাক ফরম পূরণ করে তাদের অভিমত জ্ঞাপন করেন ।
পরিশেষে বিভাগীয় প্রধান ডঃ সাইদুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।