|
---|
নিজস্ব প্রতিবেদক ,মালদা
সারা রাজ্যের সঙ্গে একই দিনে পালিত হল মাটি উৎসব। মাটি উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল। ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, সমাজসেবী ও চিকিৎসক মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু চৌধুরি, আরেক মেন্টর তাজমুল হোসেন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন-সহ অনেকে।
এদিন সভাধিপতি বলেন,‘রাজ্যের মু্খ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জোয়ার ঘটে চলেছে। কৃষকরাও বাদ যায় নি। তাঁদের মাটি সংরক্ষণ, কৃষকদের ঋণ মকুব-সহ নানা ক্ষেত্রে পরিবর্তন ঘটানো হয়েছে। এদিন জেলাশাসক বলেন,‘আগে বর্ধমানে শুধু মাটি উৎসব হত।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন জেলায় জেলায় এই উৎসব সংগঠিত হচ্ছে। রাজ্যে ৭ লাখ কৃষক বন্ধু রয়েছেন। সেখানে আমাদের জেলায় রয়েছেন ৭৩ হাজার। কৃষকদের যাতে কোনও অসুবিধে না হয়, মুখ্যমন্ত্রী ধানের সঠিক দাম বেঁধে দিয়েছেন। এখন ন্যায্য মুল্যে ধান বিক্রি হচ্ছে।
ধান দিন, চেক নিন-কৃষকদের বলা হচ্ছে এখন। চাষিরা যাতে ধান বিক্রির সময় হয়রানি না হন, সেদিকে নজর দেওয়া হয়েছে। জমির খাজনা, মিউটেশন ফি মকুব করা হয়েছে। আধুনিক প্রযু্ক্তিতে কৃষকদের চাষাবাদ করার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে।’ জানা গেছে মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রয়েছে বিভিন্ন দফতরের স্টল। জেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। কৃতি জেলার চারজন কৃষককে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাক্ষরিত শংসাপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা।