|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি ডেস্ক:
পুলওয়ামা কাণ্ডে গভীর শোকপ্রকাশ বাংলাদেশ এর ঢাকা তে!কাশ্মীরের পুলওয়ামা তে নৃশংস জঙ্গী হামলায় নিহত ভারতীয় জওয়ান দের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ এর ঢাকা তে অবস্থিত ডক্টর সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতল এ পাঠরত ভারতীয় ছাত্র দের শোকপ্রকাশ!! শোকপ্রকাশ এ অংশ গ্রহণ করেছিল ওই কলেজ এর প্রথম , দ্বিতীয় ও তৃতীয় বর্ষে এম বি বি এস পাঠরত ছাত্ররা
পশ্চিমবঙ্গ , অসম, দিল্লি , উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে পড়তে যাওয়া ছাত্ররা অংশ গ্রহণ করেছিল শোকপ্রকাশ অনুষ্ঠান এ
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেছিল ডক্টর সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আরিফ বিল্লাহ!