|
---|
নিজস্ব সংবাদদাতা: পাহাড়ে দেখা গেল চিতাবাঘের পায়ের ছাপ।গত তিনদিন ধরে এই খবরেই আতঙ্ক ছড়িয়েছে শৈলশহর দার্জিলিং এ।দার্জিলিং এর বিভিন্ন এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পাহাড়বাসী এবং পর্যটকদের মনে। প্রথমে ভাবা হয়েছিল বন্য বিড়ালের পায়ের ছাপ, কিন্তুু পরে পরিক্ষা করে দেখা গেছে ওটা চিতাবাঘেরই পায়ের ছাপ। এই পায়ের ছাপ বেশী পাওয়া গেছে টাইগার হিল এবং দার্জিলিং এর সুপার মার্কেট এলাকা জুড়ে। কোথা থেকে এল চিতাবাঘ এই বিষয়টি ই এখন পাহাড়বাসীর মনে মনে ঘুরছে। চিতাবাঘের সংখ্যা কত একটা না একের বেশী সেটা নিয়েও আতঙ্ক তৈরী হয়েছে মানুষের মনে। বেশী দেখা গেছে সুপার মার্কেট এলাকায়। সব কিছু মিলিয়ে প্রচণ্ডভাবে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মনে।বিকেল হলেই কেউ আর হোটেল ছেড়ে বের হতে চাইছেন না। চিতাবাঘের আতঙ্ক তাড়া করেছে হোটেল মালিকদের মনেও।যেহেতু পাহাড়ে সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় সেহেতু আতঙ্ক ছড়িয়েছে বেশী। দার্জিলিং এর বন দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন চিন্তা করবার কিছু নেই,বিষয়টি নিয়ে দেখা হচ্ছে,যদি সত্যি সত্যি কিছু থাকে তবে সে ধরা পড়ে যাবে। পর্যটক এবং পাহাড়ের মানুষ নিশ্চিত থাকুন।