এবার আরব আমিরশাহে অগ্নিকাণ্ড

নতুন গতি ওয়েব ডেস্ক:
বেইরুটের বিস্ফোরণের রেশ এখনও কাটেনি ৷ তার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আজমান মার্কেট চত্বরে আগুন লাগার ঘটনা ঘটে ৷ সংবাদসংস্থা খলিজ টাইমসের খবর অনুযায়ী, আজমানের দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আশপাশের দোকানগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ জল এবং ফোমের ব্যবহারে আগুন কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা ৷ আমিরশাহির ওই জায়গায় নতুন গড়ে ওঠা শিল্পাঞ্চলেই আগুন লাগে বুধবার ৷ আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷ এরপরই আসরে নামেন দমকলকর্মী এবং অন্যান্য উদ্ধারকর্মীরা ৷ আজমানের ওই অঞ্চলে ফল ও সবজির বাজার ছিল বলে জানা গিয়েছে ৷ করোনার জেরে অনেকদিন ধরেই ওই বাজারের একাংশ বন্ধ রয়েছে ৷ নাহলে আরও বড়সড় বিপদ ঘটার আশঙ্কা ছিল বলে মনে করা হচ্ছে ৷ বাজারের প্রায় অধিকাংশ জায়গাই এখন পুড়ে ছাই ৷ কী ভাবে আগুন লাগল ? সেই কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ ৷