গুঞ্জ ও শাশ্বত সু চেতনা পাঠাগারের তরফে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

গুঞ্জ ও শাশ্বত সু চেতনা পাঠাগারের তরফে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

    আলম সেখ, নতুন গতি : মহামারী করোনা ভাইরাসের জন্য আজ থেকে ৩ মাস পূর্বে সম্পূর্ণ দেশকে লকডাউন করে দেওয়া হয়, যেহেতু পূর্ব পরিকল্পনা করা ছিল না তাই এই লকডাউনের কারণে করোনার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বনিম্ন শ্রেণীতে থাকা একটি অসহায় দরিদ্র শ্রেণির মানুষ। এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে যাবতীয় সামাজিক সংগঠন গুলি। আজকেও দেখা গেলো একটি গ্রামীণ পাঠাগার ও একটি সংগঠনের দ্বারা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান।

    আজকে হুগলি জেলার খানাকুলের রাধা বল্লভপুর গ্রামে গুঞ্জ এবং শাশ্বত সু চেতনা পাঠাগারের যৌথ উদ্যোগে গ্রামের ১৫০ টি অসহায় দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটা প্যাকেজ প্রায় ২০ কেজি খাদ্য সামগ্রী দিয়ে তৈরি। এগুলো গুঞ্জ এর পক্ষ থেকে গ্রামের মানুষদের তুলে দেওয়া হয়।

    আজকে এই ত্রাণ বিতরন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন – শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারী, গুঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ জাকিরূল হক মহাশয়, শিক্ষক রিজাবুল শেখ মহাশয় সহ আরো বিশিষ্ট ব্যক্তিগন।

    আজকে শাশ্বত সু চেতনা গ্রামীণ পাঠাগারের সম্পাদক নাজিম উদ্দিন হাজারী মহাশয় বলেন – সমাজে একটা শ্রেণির মানুষ আছে যারা কালকে কি খাবে এটা আজকে জোগাড় করে রাখতে পারেনা, প্রতিদিনের মজুরির উপর নির্ভর করে তাদের সংসার। আজ দীর্ঘ ৩ মাস থেকে মানুষ কর্মহীন ফলে অসহায় ভাবেই দিন কাটাচ্ছে তারা, এই সমস্ত অসহায় মানুষদের পাশে আমরা আছি আগেও থাকবো। তিনি সমাজের সচেতন মানুষদের অনুরোধ জানান তারাও যেনো এই সমস্ত অসহায় মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন।