|
---|
সংবাদদাতা : উত্তর ২৪পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত গাংনিয়া গ্রামে অবস্থিত আল- মাদ্রাসাতুল আজহারিয়া। উক্ত মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামি ধর্মসভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধান সভার বিধায়ক হাজী নুরুল ইসলাম, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান, বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ শহীদুল ইসলাম, মালতিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সাহানোয়াজ আলম, মাদ্রাসা শিক্ষক–শিক্ষাকর্মী সমিতির রাজ্য নেতৃত্ব আতিয়ার রহমান, শিক্ষক ও সাংবাদিক আলি আকবর, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা, বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান প্রমুখ
ধর্মীয় জলসায় উপস্থিত ছিলেন সাইখুল হাদিস মাওলানা ওবায়দুর রহমান, শাইখ নূর ইসলাম রাহিমি, কারী মিজানুর রহমান প্রমুখ।
মাদ্রাসা কমিটির সম্পাদক ও সভাপতি বলেন গতবছর এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়, মাশাল্লাহ মহান আল্লাহ তায়ালার অপার কৃপায় এবং গ্রামের শুভবুদ্ধি সসম্পন্ন মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহায়তায় আজ মাদ্রাসার বিল্ডিং নির্মান হয়েছে পঠন পাঠনও শুরু হয়ে গেছে। তবে কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে সহৃদয় মানুষ এগিয়ে এলে বাকি কাজ গুলো সুসম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।
এদিন সকল বক্তাই গুনগত মানের শিক্ষা প্রদান করার কথা বলেন যাতে করে গ্রামের মানুষের আশু উদ্দেশ্য পুরোন হয়। কোনমতে এই প্রতিষ্ঠান কোনরকম পুঁতিগত বিদ্যার ব্যবস্থা করে যেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিনত না হয় সেদিকে যথেষ্ট সতর্ক করেন। তার জন্য সৎ ও নিষ্ঠাবান শিক্ষানুরাগী ব্যক্তিদের পরিচালক হিসেবে নিযুক্ত ও যোগ্য শিক্ষকদের নিয়োগ করে কোয়ালিটি মেন্টেন করার আহবান করেন।
এছাড়া এদিন কেরাত, হামদ, নাত, আজান, বিষয় ভিত্তিক দোয়া ও ক্যুইজ প্রতিযোগিতা হয়।