সাংসদের প্রচেষ্টায় মালয়েশিয়ায় আটক হওয়া যুবক বাড়ি ফিরল

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর, নতুন গতি: মালয়েশিয়ায় ধৃত যুবক নুর আলম বুধ বার রাত্রি সাড়ে ৯ টা নাগাদ বুনিয়াদপুর স্টেশনে পৌঁছাতেই তাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, কুশমন্ডি মালিকরাও গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার বাসিন্দা নুরালোম বিগত তিন বছর পূর্বে মালয়েশিয়ায় গিয়েছিল কর্মসূত্রে। মালয়েশিয়ায় কাজের সূত্রে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ায় গত আড়াই মাস ধরে মালয়েশিয়ার সরকারের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন নুর আলম। গত মাসে বালুঘাট লোকসভার সাংসদ ড: সুকান্ত মজুমদার এর কাছে সাহায্যের আর্জি জানিয়ে ছেলেকে দেশে ফেরানোর কাতর প্রার্থনা করেন নুর আলমের মা। এর পরই তড়িঘড়ি সংসদ স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে নুর আলম কে দেশে ফেরাতে উদ্যোগী হন। পরিশেষে সংসদের একমাসের প্রচেষ্টায় নূর আলমকে দেশে ফেরানো সম্ভব সম্ভব হয় গতকাল। মঙ্গলবার রাত্রে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে রাত ১২ টা ৩৫ মিনিটে দমদম এয়ারপোর্টে এসে পৌঁছায় নুর আলম। এবং বুধবার তেভাগা এক্সপ্রেস বুনিয়াদপুর স্টেশনে পদার্পণ করে সে।