|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : এনআরসি ইস্যুতে বিজেপির সমালোচনা করার অপরাধে সংঘ পরিবার আশ্রিত দুষ্কৃতীদের হাতে উত্তর ২৪ পরগণা জেলা জমিয়তের সম্পাদক মাওলানা আরিফ রেজার আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাল উত্তর ২৪ পরগণা জেলা জমিয়তে উলামা। খোলাপোতার মাদ্রাসা এহসানিয়ায় বসেছিল এদিনের বৈঠক। সেখানে জেলার বিভিন্ন শাখার দুই শতাধিক কর্মীরা এবিষয়ে সরব হন বলে জমিয়ত সূত্রে জানা গিয়েছে। এবিষয়ে জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও এদিনের সভায় জমিয়তের আগামী টার্মের জন্য জেলাজুড়ে ২ লক্ষ সদস্য সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, রাবেতা বোর্ডের রাজ্য সম্পাদক মুফতি মিসবাহুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা দাউদ হাসান, জেলা সম্পাদক কাজী আরিফ রেজা, জেলা সহ-সম্পাদক মাওলানা মহিউদ্দীন, মাওলানা বাকিবিল্লাহ প্রমুখ।